ওহে আফ্রিকার কালো হিরে
এই পৃথিবী ছেড়ে যাওয়ার পূর্বে
এক বার বলে যাও
এই বিভক্ত বিশ্বকে
কত বছর ধরে
সাদা হায়েনার জ্বালানো শ্মশানে
জ্বলে জ্বলে পুঁড়ে
হয়েছিলে জগত উজ্জ্বল কালো হিরে ;
ওহে আমার প্রিয় নেতা
আফ্রিকার কালো সিংহ
সিংহ গর্জনে বলে যাও
আজকের এই বিশ্বকে
সাদা ভাল্লুকেরা কি