এ্যাঁ …. এ্যাঁ…. এ্যাঁ !
সেই কখন থেকে খিদার জ্বালায় নাঁকি সুরে ঘ্যানঘ্যন করে কেঁদে চলেছে বাচ্চা ছেলেটা ! নানানভাবে চেষ্টা করে চলেছে সামনেই বসে রান্না নিয়ে ব্যাস্ত মায়ের দৃষ্টি আকর্ষণের জন্য ! কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ! মা যেন
গাধাটা আবার কল দিয়েছে।
-মোহিত বল?
-কি রে,ভাল আছিস?
-হু ভাল,তোর কি খবর?
-এইতো চলছে কোনরকম।এখন তুই ঘুমাচ্ছিলি?
চন্দ্রা কিছুটা আশ্চর্য হয়ে বলল-তুই কিভাবে বুঝলি?
কথার মধ্যে ঘুম ঘুম ভাব ছিল।তাই বলে দিয়েছে।গডকে মনে মনে থ্যাংক দিল।
-এইটুকু না,আরও অনেক কিছু জানি।
-যেমন।
-তোর প্রিয় খেলা ক্রিকেট।প্রিয় টিম ইন্ডিয়া।ফুটবল