বলেছিলে তুমি দৃঢ় চিত্তে
আসবে না কখনি,
স্বপ্নের ভেলায় ঠিক-ই আস;
তুমি কথা রাখনি।
কত মায়া কত রঙ
সেই প্রথম দেখার রুপ,
ভালবাসার জল চুয়ে চুয়ে আসে;
কানায় কানায় গভীর কূপ।
কঠিন শব্দবাণে বলেছিলে-
হৃদয়ে উঠেনি কাঁপুনি,
স্বপ্নের পালকীতে ঠিক-ই ফিরে আস;
তুমি কথা রাখনি।
বিদায় প্রহরে বলেছিলে-
রাখবে না কোন বন্ধনী,
স্মৃতির পাতা