দুঃখ ভালোবাসার জন্ম দেয়
না কি ভালোবাসা দুঃখের ?
অনেক দুঃখেও ভেসে ওঠে
কারো ছবি মনের কোণে
তার শীতল ছোঁয়া পাবার আশায়
অথবা ভালোবাসলে
তোমার এতটুকু না পাওয়ায়
দুঃখে ভাসে হৃদয় ।
মনের মানুষী আমার
এখনই সময়
_________
চারদিকে কোলাহল, গৃধিনী শকুনীদের নৃত্য,
অট্রহাসি হায়ানের,
জেগে উঠেছে আবার রক্তের নেশায় ।
সেদিনও ছিল যারা নিশ্চুপ, ভীত, সন্ত্রস্ত ।
বুল ফুটেছে মুখে,ডানায় গজিয়েছে পালক,
শুধু ডানা ঝাপটিয়েই ক্ষান্ত হচ্ছে না তারা,
আঘাত করছে নির্দিধায় ।
আজ দাঁত বসিয়েছে দুর্বল নিরীহ শশকের গাঁয়,
ভেংচি কাটছে দুর্জয় অপ্রতিরোদ্ধ