আমি যুদ্ধ পরাজিত সৈনিক,
পুজী খুঁয়ে নিঃস্ব বণিক।
আমার হাতে শূন্য ঝুড়ি,
কাঁধে সিন্দাবাদের বুড়ি।
তাকিয়ে থাকি বহুদুর,
তবু ঝাপসা দৃষ্টি নুর।
আমি সারেং অকুল পাথারের,
হারিয়ে যায় ধ্বনি হাহাকারের।
আমার হৃদয়ে সন্তান হারানোর অনুভূতি,
অশ্রুজলের নেই বিরতি।
দাঁড়িয়ে থাকি-তুলিতে রঙ মাখা,
ক্যানভাস নেই তাই হয় না আঁকা।
আমি নেতার একনিষ্ঠ শ্রোতা,
ভুলে