কৃষ্ণগহ্বরের অসীম ক্ষুধা।
যেন জনম ভুখা।
এক লোকমা ভোজ গ্রহ-নক্ষত্র।
সাদা তাহার অরুচির ফর্দ।
সর্বভুখ রাক্ষুসে খাদক।
আপন ছায়ারও চোষক।
কে জানে কতদূর তার উদরের ঠিকানা?
নিজের কাছে তার নিজেরই অজানা।
তার রাক্ষুসে মুখে লাগাম বাঁধিবে কোন্ সেয়ান?
তুষ্টির সীমা তার যে অফুরান।
সময়ের তালে ছুটছে তার ক্ষুধার গতি।
কে টানিবে