কত ধরনের মানুষ পৃথিবীতে
কেউ ভালো, কেউ খারাপ
কেউ করে চুরি,
আবার কেউ হাড় ভাঙ্গা পরিশ্রম
সবই জীবনের পরিভ্রম
এত ভিন্নতা সত্বেও
তবুও একসাথেই চলতে হয় ।
কত ধরনের মানুষ পৃথিবীতে
কেউ ভালো, কেউ খারাপ
কেউ
বক্তৃতার মঞ্চে তুলি তর্কের ঝড়-তুফান।
উচ্চ চিৎকারে তুলি দেশপ্রেমের স্লোগান।
এমনি মুখের বুলিতে সর্বাগ্রে আমি আগুয়ান।
তিলসম ছাড়ে সেই আমি দিই পিছুটান।
এই আমার দেশপ্রেম এই তার নমুনা।
দেশপ্রেম আমার তরে বাক্যবাণের অর্চনা।
মুড়ি চিবোতে চিবোতে করি যুক্তি-বাহাস।
রসাতলে গেলো দেশ-এই বলে করি হাহুতাশ।
আরাম কেদারায় বসে করি
ফেব্রুয়ারীর একুশ
মনে যোগায় শক্তি
মাতৃভাষা বাংলা আমার
মনে অটল ভক্তি ।
ভাই হারানোর শোকে
কান্না আছে বুক ফাটা
একুশের সকালে তাই
ফুল নিয়ে খালি পায়ে হাঁটা ।
একুশ আমার বুকের মাঝে
অশান্ত এক নদী
সাতার কাটি সেই নদীতে
তাইতো নিরবধি ।
নদীর দুকূল বেয়ে
নামে বর্ষা যেমন
বাধভাঙ্গা জোয়ারের মতই
বাংলা ভাষা তেমন ।
কোটি