একুশ আসে আবার একুশ যায়,
শহীদ ভাইদের স্মৃতি মুছে যায়নি।
কৃষ্ণচুড়ার ফুলের সেই রক্ত লাল,
ছেঁয়ে যাওয়া এখনো বদলায়নি।
আমার ভাইদের সেই রক্ত ঝরানো,
স্মৃতিময় দিনটাকে আমরা এখনো ভুলিনি।
আমার ভাষা, এই বাংলা ভাষার মতো,
এমন মধুর ভাষা কোথাও দেখেনি।
একুশ আমার, একুশ তোমারও,
একুশ আমাদের সবার স্মরণীয় একটি