হেমন্ত মেঘ, তুই বড়ই বেয়ারা?
কেন যে কথা শুনিস না? ঘাপটি মেরে নীলের গায়ে
কেন যে লীন বেদনা আঁকিস? কিসের গন্ধে নেশায় মেতে?
স্বপ্নগুলো সব শিশির দিয়ে ঢাকিস।
আয় না গায়ের চাদর ছেড়ে,
রং বুনো ক্ষেতে নেশায় মেতে, চুঁইয়ে চুঁইয়ে কুয়াশার জলে
আইল পথের ধূসর ঘাসে,