বাংলাদেশে আমাদের জীবন অনেকটা ৮০ দশকের বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারের মতই। ধরুন পরিবারের সবাই মিলে এই সব দিনরাত্রি দেখছেন, কোনও একটা শ্বাষরুদ্বকর মুহুর্তে যখন কোলের বাচ্চাটাও কান্নাকাটি বন্দ্ব করে বড়দের মুখের দিকে চাওয়া চাওয়ি করছে, হঠাত করেই বিদ্যুৎ বিভ্রাট মানে লোডসেডিং
Top today
তোমাকে বলছি
– মোঃ ওবায়দুল ইসলাম।
কন্টকাকীর্ণ পথে রক্তাক্ত দেহে চলছি ব্যস্ত
অভিসারে,গেরস্তের দ্বার বেয়ে তোমার সম্মুখস্থ
রাস্তা দিয়ে। তুমি গৈরিক ছন্দে – আন্দন্দে হেসে
বললে – “একটু বিলম্বিত হোক যাত্রা ” ভালবেসে।
পরস্পরকে আকঁড়ে ধরে টিকে আছে পিরামিডের
পাথরগুলো,অস্তিত্বমান দূর্ভেদ্য প্রাচীর ইস্টক চীনের।
আমি (অবোধ)