সংসার সুখের হয় রমণীর গুণে…………….
অবাক হওয়ার নেই তো কিছু এই বাণী শুনে
বেকুব নয়, জ্ঞানী-গুণী এই কথা গেছেন বলে
বোকামির তরে নিজের কান নিজে নেন শতবার মলে,
ছোট থেকে পবিত্র এই বেদ-বাক্য শুনে শতবার
তবু কেন হলো ধারনা
মানুষ তো তুই
ভালবাসিস না কেন!
বকুল শেফালী জুঁই,
নস তো দেবতা
তবে অপ্রিয় কেন?
গল্প গান কবিতা।
প্রাণ ভরে নিচ্ছিস শ্বাস
অপছন্দের তালিকায় কেন?
তরুলতা সবুজ গাছ।
নিজেকে নিয়ে কাটাস ছুটি
একান্তই নিজের লোকদের নিয়ে
একাকী খাস লুটোপুটি।
তুই বড্ড ঘুম কাতুরে,
ভালবাসিস না জোছনা ভরা রাত,
কেনোরে মনটা তৈরী তোর পাথরে?
সাগর না