কেন মরে গেলাম ————–
বল মা, বল,
আমরা কেন মরে গেলাম ?
তোমাকে মুক্তঁ করতে, সৃষ্টির নিকৃষ্ট জীবদের কাছ থেকে,
নিমল বায়ু্ সেবনে, নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে তোমার বুকে,
বাধাহীন মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে দিগ্বিদিক ।
যেখানে থাকবেনা হায়ানের বেহায়া পনা, শকুনির লোলুপ দৃষ্টি,
গৃধিনীর অযাচিত বাঁধা