ছোট বড় অনেক মানুষ
পৃথিবীতে ভাই,
ক্ষণস্থায়ী পৃথিবীতে
মানুষের অভাব নেই।
কত রঙের মানুষ আছে
এই যে দুনিয়ায়,
কিছু কিছু মানুষ আছে
পরের ধন লুটিয়ে খায়।
কিছু মানুষ জ্ঞানী গুণী
সব মানুষের সেরা,
তাদের জীবন খানি
নিজ হাতে গড়া।
আমি নেতা জনদরদি কথা বলি বিস্ময়ের
কথা বলি কীটপোকা-পাখিদের
কথা বলি তুচ্ছ সব নিঃস্ব মানুষের
কথা বলি দুখীলাঞ্ছিত পীড়িতের
কথা বলি গতিহারা পতিতা মানবীর
কথা বলি রূপমার ছন্দহারা কাব্যির
আমি নেতা বলি না যত নানান প্রকৃতির কথা
আমার অন্তরের বাস অন্য পৃথিবীতে বাঁধা…
শীতের হাড়কাঁপা বস্ত্রহীনদেহ খুঁজেফিরে তীব্রোষ্ণতা
একটু