আমাদের দেশের অনেক মানুষই মধ্য প্রাচ্যের তথা আমাদের দেশ থেকে পশ্চিম দিকের যে কোন দেশের লোকদেরই খাঁটি মুসলমান বলে মনে করে । তোমরাও কি তাই মনে কর ? আসলে কিন্তু তা নয় । মধ্যপ্রাচ্য এবং তার আশে পাশের দেশ গুলির
Top today
দুঃখের অথই সাগরে
ডুবন্ত আজ তোমরা,
ডুবে যাবে যাবে ভাব
উপরে উঠে আস।
জীবন নদীর স্রোতের ভেলায়
আজ তোমরা তরুণ,
কেন তব আজ ডুবন্ত
আশার সাগরে ব্যতীত।
আশা থাকবে সবার এখন
কথায় থাকবে জিত
থাকবে নাতো ভয়।
কঠোর সাধনায় তোমরা
যাবে সামনের দিকে
জাতিকে দিবে নব চেতনা
বিশ্বমাঝে আনবে এক নাম
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
বাংলার তরুণ
ইচ্ছে হয় আজকাল,
পাখির ভিতরে ঢুকে যাই।
নিরলস পালক-ওম সরিয়ে ফেলে,
অন্দরে খুঁজে দেখি পরশপাথর।
শরীরের প্রচ্ছদ শুধু বর্তমান,
তাই ফারাকও খুঁজি না প্রশ্বাসে।
দীর্ঘ-ভ্রমণ শেষ হলে-
খুঁজি অস্তমিত ছায়ায়,
ফেলে আসা দুপুরের পাখি।
শেষ বিকেলের লালে রাজ্যপাট বুলি
আর ভোরের ফুলের ঠোঁটে তৃপ্ত চুমুকে-
রোমকূপে খিদে জাগে,খিদে নিরন্তর।
অবাধ বিচরণও সপ্তকে