জীবন খুঁজি জীবনের পথে ঘাটে মাঠে,
থমকে দাঁড়িয়েছি কতবার স্রোতস্বিনীর তটে।
কখনো খুঁজেছি সওদাগর বেশে;কিনিবো ন্যায্য দামে।
খাঁটি জীবন পাইনি খুঁজে;ফিরতি পথ ধরেছি বিষণ্ণ মমে।
সন্ন্যাসীরূপে চেয়েছি জীবন;নি:স্বার্থ খয়রাত।
ছল করে চেয়েছি;করেছি আঁতাত।
তবুও হল না জীবন পাওয়া জীবনের বাগানে।
কত জীবন কেটে গেল মিথ্যে জীবনে।
তবে চাইনি
Top today
খুব প্রভাতের মিষ্টি বাতাস,
কুয়াশাচ্ছন্ন ভোরের শিশির
ঘাসের ডগায় মুক্তোর দানা
জ্বলমল করা রৌদ্রজ্জল সকাল;
দুর থেকেই ছুঁয়ে যাই
শিশিরের স্পর্শ;
হিম হিম অনুভব আংগুলের ডগায়,
শিশিরের কাছে গেলেই স্পর্শে গলে যায়;
আমার কঠিন হাতের স্পর্শ ওর সহ্য হয়না।
প্রভাতের মিষ্টি বাতাস
আমায় দেখে স্থির দাঁড়িয়ে পাতায়
লুকোচুরি খেলে আঁড়ালে থেকে,
আমার
এসেছিল পহেলা বৈশাখ
বাহিরে ইলিশ পান্তা খাওয়ার সময়
শহুরে পান্তা খাদক ফুটপাতের বাসিন্দারা
অবাক ও প্রশ্নবোধক চোখে তাকালে
অবচেতন মনে বলেছিলাম আজকেই শুধু।
ইটের গুমোট থেকে গিয়েছিলাম জনসমুদ্রে
কুঁড়ে ঘরের চাল ভেদ করে আসা
বৃষ্টির ফোঁটায় গ্রামের যারা ভিজে যায়
তাদের অন্নের স্বাদ নিতে।
যারা খায় নিত্য পান্তা
তারা কাঁচামরিচ