পূর্ব প্রকাশের পর
খুব সকালে পাখির কলকাকলি কিচির মিচির শব্দে রুবিনার ঘুম ভেঙ্গে গেলো । কিছক্ষণ সে মনে করতে পারলনা কোথায় সে। পরক্ষণে মনে পড়ে গেল গত রাতের স্মৃতি। বাবা রাজীব রহিম কোথায় সবাই। ধড় মড় করে উঠে বসলো বিছানায় সে।
উপরে উপরে দেখে কি বুঝলে?
নারিকেলের ভিতরটাও কি শক্ত কঠিন?
অবিরত তরল ঝর্না ঝরে
কঠিন পাহাড়ের বুক করে বিদীর্ণ।
আগুনের লাল গোলা দিবাকর;
পোড়ানোর মৌলিক সত্ত্ব,
ভুলে যাও কিভাবে বলো?
তার বুকেই নিহিত জীবনের অস্তিত্ব।
সুনামি দেখেই বদনামি কর
সমুদ্রকে দাও অভিশাপ লানত,
সমুদ্রের বুক চিড়ে নতুন দ্বীপ;
নয়া আবাসের নেয়ামত।
দুই