আমায় যেন ভুলে যায় সবে,
বিধাতার কাছে বলি হৃদয়ের কল্পনার।
আমায় যেন ভুলে যায় সবে,
স্বপ্নের চূড়ার বাস মহাবিশ্বের আলপনার।
মহাসভ্যতা যুগের তাড়নায় ভাগ হয় শতাব্দীতে,
অস্তিত্ব স্মৃতি হয় অনস্তিত্বের দাবীতে,
হৃদয়ে কিয়দংশ কাজে লাগাতে পারি যে জীবনে,
সে জীবন কত বড় মনে হয় স্বপ্নের