ছোট্ট বেলার সেই কথা
মনে রইছে আজও গাঁথা,
দাদির পিছে পিছে
না থাকলে জীবনটা হতো মিছে।
বড্ড আদর করতো দাদি
সঙ্গে না রাখলে যে কাঁদি!!!
সঙ্গে নিয়া আমায় শুইত
হাবিজাবি কত কথাই কইত।
সারাদিনই দাদির পিছু পিছু
ভাগ করে খেত, খাইলে কিছু।
আমার দাদির ছিল একটা সই
আহারে কত্ত যে ছিল
Top today
আজ কেন যেন ভাবছি,
জীবনের একটি চরম সত্য
যা কোন না কোন ভাবে
কোন কালে
মানুষ তার মনের অজান্তে
অনুভব করে।
আজ আমি
নিমগ্ন
আত্মহত্যায়!
নির্জনে, নিভৃতে, নিরালয়ে,
একান্ত আপন মনে
মনের অজান্তে
জীবনের আকাশে
যেখানটা নীল কষ্টে
নীল বেদনায় মেঘের
রং বদলায়।
আর যেন
বেদনার নীল রঙের
মহাকাব্যের মহারাজ্যে,
যার সমাপ্তি শুরু হয় কালো মেঘে, আর
তার অন্তিম সমাধি