অতীতের রোগ বেড়েছে আজ
এ যন্ত্রণা বড়ই নিদারুণ ,
এ পিঠ ও পিঠ করছি শুধু
নিজের অজান্তে কি যেন ভাবছি সারাক্ষন ।
এ যন্ত্রণা কি করে সইব আমি
আমি তো আর আগের মতো নই –
যেন কার ও মায়ায় জড়িয়ে আছি অবিরত ,
আমার কে আছে ?
আমার
অস্থিতিশীল বাজার…..
…………………..ছবি
চিনি আছে নুন নাই
চায়ের কৌটাটাও খালি পাই
চাল থাকলে, নাই ডাল
মরিচ আনছে, নাই ঝাল।
দুধ তো ছিল ঘরে
শেষ হলো কবেরে!!
কৌটায় নাই বিস্কিট
জেরী রাগে খিটমিট,
এইবার রাঁধলে
তেলটা ফুরালে,
না আনলে কিভাবে?
এ বেলা ও বেলা চলবে।
আলু আনছ, বেগুন কই
কথাগুলো লাগছে টক দই?
পটল, পুঁই, মুলা লাউ
আনোনি