তুমি কও আমার এখন কি নেই ?
এক বিশাল রাজ্য আছে মোর চিত্তেই
সেথায় একটি সিংহাসন আমার তরে
দু ধারে দুটি বিরহ পাখা বাতাস করে ।
তোমার দেয়া যাতনা একেকটি বীরবল সেনা
দুঃখ প্রহরী আর স্মৃতিগুলো হতাশার সান্ত্বনা
কষ্ট আমার বিছানা অশ্রু আমার কাঁথা
কোমল বালিশ আমার