চারপাশে কোলাহল,
ব্যাস্ত রাস্তা, ব্যাস্ত সবাই, চলে যাচ্ছে সবাই নিজ নিজ গন্তব্যে।
আমি একা দাঁড়িয়ে এক চায়ের দোকানে,
আলসে আমায় দেখে বিরক্ত দোকানীর তাড়ার ছল।
আমার মত আরেকজন আছে রাস্তার ওপারে…
সে তুমি।
বিষণ্ণ চোখে তাকিয়ে আছ গাছের সবুজের দিকে।
আর আমি অপলকে তাকিয়ে আছি তোমার দিকে।
হঠাত
Top today