তোমার সোনার হাতে স্বপ্ন লোকের চাবি,
চোখে চোখ রেখে হৃদয়ের তরলে দেখি
হৃদয়ের অবিকল অনিন্দ্য প্রতিচ্ছবি;
যমুনার জলে ছিপ ফেলে যুগের অধিক
অপেক্ষায় অধির, কখন রজকিনী একটু হেসে
চোখ তোলে তাকাবে চোখের পানে –
চোখের তারাতে অলকে পলকে একটু ইশারা
জীবনে যৌবনে সোহাগ মধুর স্বপ্ন বোনা
ভরা যৌবন