“সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে
আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে।
মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে-
ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে।”
—সুকুমার রায় রচিত ছড়ার অংশবিশেষ।
আজ ৩০ অক্টোবর, বাংলার ‘ননসেন্স’ সাহিত্যের জনকের ১২৬ তম জন্মদিন। ভাগ্যিস এই দিনটা ছিল।