কেউ কেউ ভালবাসা পেতে চায়,
কেউবা ভালবাসা নাহি পায়।
থাকে কেউ কেউ ভালবাসার আশায়,
ভালবাসার কথা বলে কেউবা ঠকায়।
কেউ কেউ ভালোবাসা দিয়ে দিয়ে যায়,
প্রতিদানে কেউবা কিছুই নাহি চায়।
কত বিচিত্র-ইনা মানুষগুলো হয়।
কেউ কেউ অন্যায়কে দেয় প্রশ্রয়,
কেউবা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
বুঝিতে নাহি পারে কেউ করেও