_________________________
কি চাও গো প্রিয়তমা নারী
জ্যোৎস্নার ঝলোমলো স্নিগ্ধ রাত
পূর্ণিমার রূপালী চাঁদ
মিঠিমিঠি জ্বলে যে দূরের তারা
শরৎ চপল শুভ্র মেঘমালা ?
আষাঢ়ে বর্ষনে সুখদ শিহরণে
যে সুর উঠে হৃদয়ের কোনে,
সবই তো তোমার জন্যে প্রিয়া
তোমার জন্যে ঐ
_________________________
কি চাও গো প্রিয়তমা নারী
জ্যোৎস্নার ঝলোমলো স্নিগ্ধ রাত
পূর্ণিমার রূপালী চাঁদ
মিঠিমিঠি জ্বলে যে দূরের তারা
শরৎ চপল শুভ্র মেঘমালা ?
আষাঢ়ে বর্ষনে সুখদ শিহরণে
যে সুর উঠে হৃদয়ের কোনে,
সবই তো তোমার জন্যে প্রিয়া
তোমার জন্যে ঐ
শিঙ্গা ফুঁকবে ইস্রাফিল
অতঃপর হবে কেয়ামত।
আমরাই শিঙ্গা ফুঁকে দিলাম
সইলো না তর ততদিন যাবত।
ধ্বংসের বাঁশি বাজিয়ে দিলাম
শুরু হল ধ্বংসের খেলা।
ধ্বংসের অনলে জ্বলছে জনপথ;
এ যেন ধ্বংসের মেলা।
আসমানে বসে ভাবছে ইস্রাফিল
আমার তবে কি কর্ম?
ঐ এক কাজের ক্ষমতা নিয়েই তো
আমার হয়েছে জন্ম।
বাঙ্গালীর কাছেই ধরা খেলাম
আমার