আজ নাকি আহা একটু ভালবাসার কাঙ্গাল
কপোত কপোতী সকল এক যোগে
বিশ্ব ভালবাসা দিবস উদযাপনে মাতবে,
বৎসরে ৩৬৪ দিন কেঠেছে যাদের ভালবাসাবিহীন ,
একটু ভালবাসার কাতর হয়ে কাঠিয়েছে দুর্দিন
আজ নাকি একদিন তাদের ভালবাসার সুদিন ,
আজ তারা সেজে গুজে পরিপাটি হয়ে পরস্পরে
করবে নানা রঙ