তোমার ভালোবাসা পেয়ে
হয়েছি আমি ধন্য
তুমি শুধু আমারী জন্য।
কথা দাও যাবে না কখনও ভুলে,
জীবনে মরনে থাকবে
আমার পাশে দুলে।
তোমায় নিয়ে অনেক আশা
বাধঁব দু’জনে প্রেমের বাসা।
Top today
___________________________
সুন্দর পুরের পুরোভাগে
সুন্দর করে বেঁকে গেছে
হালদার বাঁক;
জলের তরলে
বেঁকে বেঁকে চলে
রূপোর বাঁকে বাঁকা ঢেউ তোলে ;
এনে যদি বসিয়ে দিই
তোমার স্কন্ধের ‘পরে
কে বলবে বলো-
নদীর বাঁকে আর
তোমার গ্রীবার সৌন্দর্যে
কোন তফাৎ আছে?
ছয় ঋতু
-মোঃ মোসাদ্দেক হোসেন
গ্রীষ্ম যে আসে ঊষ্ণতায়
মধু ফলে ভরে
বর্ষা এলে ঝরে বৃষ্টি
নদী-পুকুর ভরে।
শরৎ যে আসে কাশফুলে
হরেক মেঘের ভেলায়
সোনা ধানে গাঁয়ে গাঁয়ে
হেমন্ত যে দোলায়।
কুয়াশাতে শিশির ঝরে
হাঁড় কাপে যে শীতে
বসন্ত আসে ফুল ফুঠে
ঘ্রান বিলিয়ে দিতে।
ছয় ঋতুতে হরেক রঙে
হাজার নদীর পথে
রুপের সেরা বিশ্বমাতা
হারাই