ঈদ এলো সবার ঘরে
খুশির বার্তা নিয়ে ,
প্রতিবেশী এসে সবাই
দাওয়াত যাচ্ছে দিয়ে ।
আমার বাড়ি যেও কাল
তোমরা সকল ঘর ,
আমরা সবাই আপনজন
ভেবোনা কভু পর ।
ঈদ এলো সাধনা শেষে
হাসি ঝরে মুখে ,
বুকের সাথে বুক মেলানো
হৃদয় দোলে সুখে ।
নিস্তব্ধ রাত নিদ্রাহীন চোখ
বিষণ্ম মন খোলা বাতায়ন, নিদারুণ শুণ্যতা
অরণ্যে অন্ধকার, আকাশে আলো
দুটি হাতে হাত চেপে করুন চাহনী।
চেয়ে আছি দূরে আঁখি মেলে
খুঁজছি কোথা তুমি
তারাদের ঝিকিমিকি খেলায়,
জোনাকির অম্লান আলোয়
হঠাৎ! যদি দেখা হয় তোমাতে আমাতে
তাই চেয়ে আছি
মনপ্রাণ সবমিলিয়ে দিয়েছি ডুব
আকাঙ্খার অতলান্তে
যদি আবার দেখা