স্বপ্ন দেখায় আগের মত আর মজা নেই,
বিংশশতাব্দীর স্বপ্ন বেজায় চতুর, হাত পা গজিয়েছে বোধ হয়
তাই তো আগের মত, বিনম্র আহ্লাদ নেই বললেই চলে
যত সব বস্তা পচা ভাবনা আকড়।
এখন কার স্বপ্নে মনটা বিষিয়ে উঠে,
নেই যেন স্বপ্নের উদ্দীপনা, তাই তো নতুন প্রজন্ম
আমার ছোটবেলা থেকেই
তোমরা আমাকে অবহেলা করেছ
কাছে আসনি ভালবাসনি
শুধু দূরে থেকেই
হরেক রঙের স্বপ্ন দেখিয়েছ।
অথচ শুনে রাখো……
একদিন তোমরা আমার হাতে ধরা পড়বেই
দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতে থাকবেই।।
না, কোথাও যেতে দেব না সেদিন।
রিকশার সিটের ভেতরেও না
জুতার-মোজার ভেতরেও না।
সিন্দুকেও না, বিছানা-বালিশেও না
দোকানেও না, বাজারেও
___________________________________________
প্রতিশোধের চিত্রপটে আঁকা প্রহসন
লুকোচুরি খেলা, বিচার বিকার, মরন বিকাল বেলা,
নির্মম হত্যাযজ্ঞের নির্বোধ পরিকল্পণা, গর্দভ মস্তিস্কের উর্বর ভাবনা,
শেয়াল পন্ডিতের কুমির ছানা পড়ানোর ঘটনা যে কেন
আমরা ভুলে গেলাম তা আজ অবোধ্য এক স্মৃতীভ্রম;
পিতৃব্যের পানি ঘোলার আজগুবি অজুহাতে
হরিণ শাবক বধে
উদ্যত হিংস্র হায়েনা।
বেহায়া