একদিন কবি এবং আরো কয়েকজন শিল্পী গ্রামোফোন কোম্পানীতে বসে গল্প করছিলেন– এমন সময় প্রশ্ন উঠলো লটারীতে হঠাৎ যদি কেউ এক লাখ টাকা পেয়ে যায় তবে সে তার প্রিয়াকে কেমনভাবে সাজাবে। কেউ কমলালয় স্টোর্সে যেতে চাইলেন, কেউ ওয়াসেল মোল্লায়, ( কলকাতার
Top today
বেঁচে থাকিতে চাই-
হাজার বছর ধরে,
দেহখানিতে নহে গো-
তোমাদের অন্তরে।
বেঁচে থাকিতে চাই-
জাত-বেজাতের গন্ডি পেরিয়ে,
হাঁটিতে চাই অনন্তকাল ধরে
সীমানা প্রাচীর মাড়িয়ে।
দেহখানি আমার রেখে দিও গো
আঁধার কুঠিরের অন্দরে,
অবাধ অধিকার দিও গো মোরে
চিরসবুজ স্মৃতির প্রান্তরে।
আমার সাদাকালো ছবি বেঁধে রেখো না
কাহারো ঘৃণার ফ্রেমে,
তবে অবহেলা করে রাখিতে পারো
যেখানে