এরপর আমরা রওয়ানা হই আঁগা খা প্যালেসের দিকে ……….. সেখানে ঘুরে দেখার সময় ছিল মাত্র ২০ মিনিট তাড়াহুড়া করে ছবি তেমন উঠাতে পারিনি ।
১। ভিতরে ঢুকেই একটা ক্লিক…….
২। ভিতরকার আরেকটা ছবি । বটগাছ………..
৩। প্রাসাদে ঢুকার গেইটে এমন সুন্দর ফুলই ফুটেছিল
৪।
আলোর দেখা পাবে ভেবে
খুশিতে ছিলে আটখানা।
ভেবেছিলে ভোর রাত
জ্বেলে রেখেছ কুপীখানা।
এই তো আর কিছুক্ষণ
প্রভাত নাড়বে কড়া।
গগন ছিঁড়ে নেমে আসবে
আলোর ঝর্ণা ধারা।
বাঁচিয়ে রাখনি কুপীর তেল;
পুড়িয়ে করেছ খতম।
আপন ইচ্ছার উচ্চমান;
আপন কথার অহম।
ছিল না তখন ভোর রাত;
ছিল তা সন্ধ্যা।
ভুল ছিল আন্দাজ
কপাল তোমার মন্দা।
সবে মাত্র