বর্ষা গেলো, শরৎ এলো
হাওয়া বয় এলোমেলো,
মেঘ-রোদ খেলে, হাসে দেখ অভ্র
মেঘেরা যেনো, শাড়ি পড়ে আছে শুভ্র।
প্রভাতটা শরতের, হালকা ধুম্র
রবির কিরণের আভাটাও, থাকে অতি নম্র।
ঘাসে লেপ্টে বিন্দু বিন্দু নিশাজল
চারদিকে ছড়িয়ে মুক্তো, কিরণে জ্বলজ্বল।
আকাশটা ছেয়ে আছে গাঢ় নীলিমায়
মেঘপুঞ্জ উঁকি মারে, দৃষ্টির সীমানায়।
একটু একটু
Top today
কথা দিলে তুমি,
সারা জীবন আমার সাথে থাকবে
আমায় নিয়ে ভাববে
আমাকে ভালবাসবে।
কথা দিলে তুমি,
এক সাথে থাকবে
এক সাথে ঘুরবে
এক সাথে মরবে।
কথা দিলে তুমি,
জোসনা রাতে হাটঁবে
পাশাপাশি বসবে
ভালোবাসার কথা বলবে।
কথা দিলে তুমি,
এক জায়গায় থাকবে
এক ঘরে রইবে
একই কথা বলবে।
কথা দিলে তুমি,
আমায় ছেড়ে থাকবে না
কাউকে বিয়ে করবে
তোমার
যদি ফ্রিজে খাবার
থাকে, গায়ে কাপড়
থাকে,
মাথার ওপর ছাদ থাকে,
রাত্তিরে ঘুমোবার জন্য
জায়গা থাকে — বুঝবে,
গোটা পৃথিবীর ৭৫%
লোকের চেয়ে তুমি ধনী।
তোমার পকেটে যদি কিছু
টাকা থাকে, কিছু
ভাংতি থাকে আর
তুমি তোমার মনমত
যেখানে খুশি যেতে পার
—
বুঝবে তুমি গোটা পৃথিবী
১৮% বিত্তশালীদের
একজন।
তুমি যদি সুস্থ-সবল-
নিরোগ শরীর
নিয়ে আজকের
দিনটা বাঁচতে পার