* অহংকারী লোকেরা আপনার প্রশংসা বেশি করে *
* জনকল্যাণহীন রাজনীতি দূর্নীতির হোতা *
* ভিক্ষুকের বাকযন্ত্র ও পায়ের অধিক ব্যবহার হয় *
* মানুষের ক্ষুধা ও তৃষ্ণা সবচেয়ে বেশি *
– শাহ্ আলম শেখ শান্ত
(১)
চোখ যদি হয় কাজল কালো
ঠোঁট দুুুুটোতে লাল
কেমনে তারে আসতে বলি
আজকে নয় কাল।
(২)
বুক ভরা ভালোবাসা
চোখ ভরা জল
ভালোবাসার মূল্য কেমনে
দিবি এবার বল।
(৩)
চোখদুুটো তার লাল হয়েেছেে
কি করে যেে হাায়
নাইবা পেলে মনের মানুুুষ
দিন গড়িয়ে যায়।
(৪)
তোমার চোখের কাজল হতেে
আমি চেয়েছি
ভালোবাসার কাঙাল,তাই
কষ্ট পেয়েছি।
(৫)
তোমার চোখেের ভাষা আমি
বুুুুঝতে 
(১)
এ জীবনে শুধু তুমি
এ ভুবনে শুধু তুমি
এই অন্তরে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(২)
যৌবনে শুধু তুমি
বৃদ্ধাকালে শুধু তুমি
পরপারেও শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৩)
আশার আলোয় শুধু তুমি
নিরাশায়ও শুধু তুমি
কল্পনাতেও শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৪)
জোছনা রাতে শুধু তুমি
অমাবস্যায় শুধু তুমি
স্বত্ত্বা জুড়ে শুধু তুমি
ভালোবাসা