সর্বনাশা মাদক ইয়াবার টার্গেট এখন স্কুল পড়ুয়া মেয়েরা। জীবন বিধ্বংসী মাদক ইয়াবায় কীভাবে স্কুল পড়ুয়া মেয়েরা জড়িয়ে পড়ছে তার মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন ১০ জন অভিভাবক। ইয়াবা আসক্ত এসব সন্তানদের অভিভাবকরা সমাজের উঁচু শ্রেণীর বাসিন্দা।পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী
				Top today			
			——————————————————————-
পূর্ণিমার চাঁদ
দেখেছি গো আজ রাতে
অনিন্দ্য সুন্দর প্রিয় আকাশে ,
ঝুল চাঁদ ঝুলে
পাশাপাশি দু’টো
এক সাথে এক আকাশে ,
অদৃশ্য আলোক ছটা
কাছে টানে
রহস্য যাদুতে,
আকর্ষণে শিহরে
স্বদৃশ্য স্বরূপে
স্বপনে কাতরায় ,
কামের কাননে
গড়াগড়ি যায়