বেদনার ভাষা কখনো ছিলনা আমার চোখে
ভীষণ দুঃখে কাঁদিনি কখনো
ছিল উজ্জ্বলতা আমার প্রাণমুখে
দুঃখ-যন্ত্রণা,বিরহ-বেদনা ছিল ক্ষণপ্রভা
সূর্যের লুকোচুরি খেলার মতো
মনের ষ্কেল দিয়ে আমার হৃদয়বোধ
মাপতে পারিনি কখনো কেউ।
আমার হৃদয়কাননে ফুলের মাঝে
কখনো ছিলোনা মলিনতা
প্রেমের আবেঘ নিয়ে কখনো তাকাইনি
ওই দূর ডানা মেলা গাংচিলে।
অথচ! বিশ্বাস নামক একটি
Top today
কাঠবিড়ালি
বন্ধু হবি,
কুটুস কাটুস
এটা খাবি,
ওটা খাবি; আর
এদিক ওদিক পালাবি!!
এ গাছে ও গাছে
তিড়িং বিড়িং
লাফিয়ে বেড়াবি!
আমায় দেখে!
পাতার ফাঁকে
আঁড়ালে হারাবি,
তা হবে না
তা হবে না;
আমাকে তোর বন্ধু কর
ভয় নাইরে ওরে তোর;
পিছন পিছন দেব দৌঁড়
কেটে যাবে রাত ভোর।
লুকোচুরি খেলবো দুজন
সুরে সুরে গাইবে কূজন,
খাব মিলে, যা পাব
এক