বন্ধু বাকী
চিঠির প্রথমেই তোমাকে বিভ্রান্তিতে ফেলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । অবশ্য এছাড়া আমার খুব একটা উপযুক্ত উপায়ও ছিল না । কেননা প্রেরকের জায়গায় আমার নাম দেখলে এই চিঠি তোমার কাছে অনাবিষ্কৃত রয়ে যেত । অন্তত আমার মন তাই বলে
চেনা ছড়া
(৯)
বহু বদ নেতা মনে
রেখে ষড়যন্ত্র,
হাসিমুখে বলে, “মোরা
চাই গণতন্ত্র।”
(১০)
ভালো ভালো মানুষের
মহা গুণ সততা,
অজানা রয়েছে এর
দামখানি কত তা।
(১১)
মানুষের মানবতা
কমছে যে দিনে দিন,
একে যেন অপরের
বিপদেও উদাসীন।
(১২)
যথাযথ এ খবর
জনগণ হাসাতে,
নিয়মিত চুরি হয়
পুলিশের বাসাতে।
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।