কতটা জোরে হাঁটিলে
দিবে তাকে দৌড়ের মর্যাদা?
অবুঝ-অজ্ঞ আমি
দুর্বোধ্য গতির খাতা।
কত পরিশ্রম করিলে
রইবো না আর অকর্মা-বেকার?
কত ঘাম ঝরিলে
পাবো দিন মজুরের কাতার?
চুল ছিঁড়ে বুদ্ধি খাটিয়ে
করি কত পরিকল্পনা।
শক্তির শীর্ষবিন্দু ছুঁয়ে
করি তা সম্পাদনা।
বেলা শেষে খেলা ভেঙ্গে
মাথায় পরাজয়ের মুকুট।
ছুড়ে মারে চেনা জানা সকলে-
তিরস্কারের চিরকুট।
বলে দাও আমায়-
কেমন