গল্পে শুনি এক দেশে এক ছিলেন নাকি রাজা;
সাতটি তাহার ছিলেন রাণী সুন্দরী আর তাজা !
অনেক সাধের রাজার কুমার খুঁজতে গিয়ে পাখি
কার দেখা সে পেয়েছিলো সেটাও লিখে রাখি।
সে ছিলো এক রাজ কুমারী রূপের কুমীর যেন
দিন দুপুরে সব ফেলে সে কেবল ঘুমায়
Top today
পুষ্পের রূপে পাগলপারা
দৃষ্টি সুখের ক্ষুধা।
অক্ষি ক্যামেরায় ধারণ করি
মনের ফ্রেমে বাঁধা।
রং-সুবাসের বহর তাহা
দৃষ্টি সুখের উপযোগ।
মনের ক্ষুধা মিটায় তাহা
মন করে তা উপভোগ।
হাতের জোরে বোঁটা ছিঁড়ে
যদি করি দখল।
ভোগের নেশা চরম তখন
খাই খাই প্রবল।
মুগ্ধ নয়ন চাঁদের রুপে
ভাবুক মনের ভোজ।
রূপের ধাঁধায় খেই হারায়
ভাবুক কবি রোজ।
মনের