( উৎসর্গ : ভালোবাসা দিবস উপলক্ষে-ভালবাসাহিন সকল-কে )
************************************* ********************
তুমি বল্লে আমি পারবোনা চাঁদ এনে দিতে
দাও যদি তোমার ভালোবাসার শতো দায়,
তুমি বল্লে আমি পারবোনা সূর্য এনে দিতে
যদি ধরো দু-হাতে আমার দুটি পায়।
তুমি আমায় ভালবাসা দাও সখি
আমি এনে দেবো আকাশের সব নীহারিকা,
এনে