আউলা চুলের বাউলা তুমি
কোন্ সে গান গাও?
একতারা নাই দোতারা নাই
সুর উঠে তাও।
মন দোতারায় টুং টাং সুর
বাজে গোপনে,
রঙ লেগেছে বাগিচায় তোমার
সুখের ফাগুনে।
ওরে বাউল;দিবে কি আমায়?
তোমার কিছু সুর,
তোমার সনে গলা মিলিয়ে
যাবো বহুদূর।
সুখের সুর বাজাইনি আমি
গত অনেক দিন,
খরা মাঠে হেঁটে হেঁটে
বাজাই দুঃখের বীণ।
আমায়
Top today
আঁচলের রঙ ধরে যায়
বধূর চোখের ঝিলিকে,
মনের মাঝে টপকা হাসি
কী জানি আজ কী লিখে।
বধূর হাসি হয় না বাসি
যতদিন না গিন্নী হন,
গেরস্থালীর হুংকারে
কাঁপিয়ে তোলে সংসার-বন।
গিন্নী কখন পীর জানেন
বলুন দেখি কর্তাকে?
মাংসের চেয়ে স্বাদু
বলেন আলু-ভর্তাকে।
বাপের বাড়ি যাওয়ার সময়
গিন্নী আপনার প্রেয়সী,
মন জুড়িয়ে বুক জুড়িয়ে
রাঙিয়ে দেয়