আজ ভাল লাগে শুধু আগুনের খেলা
নীল নয়,
রক্তলাল।
ভোরের বা বিকালের সূর্য়ের ন্যায় রক্তিম আগুন।
কত হাইড্রোজেন লাগবে আরও একটি সূর্য বানাতে!
আমি বানাবো কোটি কোটি রক্তিম সূর্য;
ঈশ্বর যে কোটি কোটি সূর্য নিয়ে খেলা করে
আমিও সূর্যকে ঘুরাবো পুব থেকে পশ্চিম, উত্তর থেকে
Top today
————————————————————–
সোনার ডিম পাড়া অমূল্য রাজ হাঁস
সেদিন উন্মাদের মত হায়
রাজপথে করেছ জবাই
রয়েছ এখন বুঝি ভোজের অপেক্ষায় ?
ছলনার দূ-ধারী তলোয়ারে কেঠে-কুঠে
কপট কুটনীতির কলের জলে ধূয়ে
মানুষের রক্তের সুগন্ধি মসল্লায় মেখে
অহংকারের পিয়াজ-রসূন-আদা দিও যথা পরিমাণে
রাজনৈতিক ভন্ডামির হলুদ-মরিচ তো জানি দেবে
কৃষক-শ্রমিকের ঘামের নুন দিতে যেও
এমন অভিমান তুমি করোনা
অভিমানে তুমি আমার হাত ছেড়ে দিবে
আমার দিকে তাকাবেনা,
আমাকে ক্ষমা চাইতেও দেবে না ।
আমি কি এমন অপরাধই করেছি ?
এত চেনা মুখটা, এত কাছের গায়েঁর ঘ্রান
এত এত অবিচল কন্ঠে তোমাকে ডাকা ….