ইষ্টিকুটুম মিষ্টি দেশের
বৃষ্টি-ভেজা ফুল,
বাংলা-স্যারের হ্যাংলা হাসি
ব্যাকরণের ভুল।
ভুল থেকেই জন্ম নেয়
অনেক আবিস্কার,
স্যার তবু কেন যে করেন
শুধুই তিরস্কার!
ধমক খেয়ে চমক তবু
জাগে নাকো মনে,
ইচ্ছে মতই খেলা করি
ফুল-পাখিদের সনে।
মন ভালো নেই বলে আজ আমার
দুঃখের তরল প্রপাত ঘিরে আছে চারিদিকে
রোদ বৃষ্টির আত্মমগ্নতায়
অন্ধকারের প্রচ্ছেদ রাত্রি আমার মাঝে
নিঃসঙ্গ রাতের প্রতিটি প্রহর
হয়ে ওঠেছে কবিতার উপমা।
চাঁদনী রাতের ঝলমল মুহূর্তগুলো
পালিয়েছে কালো মেঘের ছায়ায়,
গান শুনার প্রতিটি প্রহর
মিশে গেছে সুদূর নীলিমায়।
আধো আলো, আধো অন্ধকারের মায়াজালে
জড়িয়ে থাকা