বড়োই বিচিত্র তোমার মন
অভিনব তোমার সকল কাজ
আমি দূর থেকে দেখি আর হাসি
কারণ তোমার নেই ভালোমন্দের ভেদ বিচার
নেই কোনো শরম লাজ
অন্তরে ডাকাত পোষো, বাহিরে মিছেই সুহাসিনীর সাজ ।
তুমি মিছে কথার ঢেঁকি
বাহিরে মায়ার আবেশ, ভেতর ভরা ফাঁকি !
কামনার সব রঙ মেখে
আমিও বলে দিতে চাইএকজন বিবাগী ,
হৃদয়ের রক্ত ক্ষরণে তোমাকে ভালোবাসি ।
ভীষণ ইচ্ছে করে পারি দেই কোন অজানাতে কিংবা
অঝোর বৃষ্টিতে আদিম উন্মত্ততায় ভিজি দুজনে আর