হাঁটতে হাঁটতে পথ গুলিয়ে যায়
পা থেকে যায় গন্ডির ভেতর
অপচয়ের অর্থ বোঝে না অবুঝ কিশোর।
প্রতিবাদী হাওয়ার কাছে
দমকা প্রত্যয় বৈভব নিয়ে আসে
সুর-তানে সাজে সংগীত-বাসর।
পদক্ষেপের চিহ্ন ধরে রাখা পথ
থেমে থাকে,
গুনে রাখে
গন্ডির দাগ, দাগের অবসর।
জেগে ঘুমানোর জন্য আমাদের খ্যাতিকীর্তি
বাতাসকে সুরভিত করে !
মাঝে মাঝে প্রবল প্রতাপে জাগি
রাতারাতি বানাবার স্বপ্ন বুনি
আইফেল টাওয়ার বা নবাগত তাজ মহল !
মিডিয়াকে ব্যস্ত করি দারুন বয়ানে
এরপর আবার ঘুমিয়ে যাবো
আপন ভুবনে !
মিডিয়াও ব্যস্ত হতে খুব ভালোবাসে
সর্বদা ব্যস্ততা চাষ
মিডিয়ার প্রিয় আযোজন
এখন ঢাকার নগর-