মুঠো ফোন মুঠো ফোন
একটা কথা বলছি শোন
মনের মতো রিংটোন
এক দুই তিন গোন।
মুঠো ফোন মুঠো ফোন
বন্ধু খুঁজি আমি এখন
ফেসবুক আর টুইটারে
আপন করে নিস আমারে।
মুঠো ফোন মুঠো ফোন
ইচ্ছেমতো গান শোন
দেখরে টিভি হাতের মুঠোয়
বিশ্ব বাঁধা বিনি সুতোয়।।
Top today
প্রলয়ঙ্করী ঝড়ের আলামত
ঈশান কোণে কালো অলক্ষ্মীর জমায়েত।
শুভম অংশুমালী লুকিয়ে অভিমানে
অগ্রাহ্য করে সব হেদায়েত।
সমুদ্র গর্ভ ফুলে পোয়াতি
অপেক্ষা রাক্ষুসে সুনামি প্রসব।
ধ্বংসের নৃত্য মুদ্রা তালিম নিয়েছে
অপেক্ষা কেবল সময়ের তলব।
খাদক শকুন গন্ধ পেয়েছে
দলবেঁধে আসন্ন ভোজের মোহড়া।
বিফলে যেন না যায় শকুনের মোনাজাত
কসাইয়ের তাই বড্ড তাড়া।
হঠাৎ
মোরা শান্তির পায়রা
মোরা প্রগতির সৈনিক।
মোরা সাম্যের জয়গান গাইবো
সত্যের পথে মোরা নির্ভীক।
মোরা খুশীর পরশ ছড়াবো
অন্যায় যত পায়ে দলে,
মোরা সুন্দর জীবন গড়বো
দাড়াবো ঐক্যের ছায়াতলে।
যেথায় থাকবে না কোন ভয়
চলবো মোরা চলবো,
পূর্ব দিগন্তে উঠবে রবি
জয় করবো মোরা করবো।
ক্লান্তি যদি আসে কভূ
নীল আকাশে ছড়াবো হাসি,
সবুজ