* প্রতিটি জীবন্ত বস্তু ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হয় , এ উন্নতি ভাল অথবা মন্দের দিকে ,তবে উভয় উন্নতি সম মানের হয়না *
* পরহিংসা নিজেকে না পাওয়ার ব্যর্থতার অনলে পোড়ায় *
* ব্যর্থহীন জীবন একটি অসম্পূর্ণ মানব *
* ব্যর্থতা বাস্তব জীবন
Top today
কাঁটাতার পেরোতে গিয়ে মরেছে ফেলানী
কাঁটাতার ভাঙ্গতে গিয়ে কি হবে কি জানি
কাঁটাতারে যে বড় ভয়
সেই তার মাড়াতে নাই
সেই তার মাড়ালে শুনি সাম্প্রদায়িক হানাহানি
বাব্রী মসজিদ ভাঙ্গলো কারা ভুলে তো যায়নি,
(১)
অভাবে স্বভাব নষ্ট–
গরীব মরে ভাতে,
গরীব হোক,ধনী হোক,
চোর হয় না জাতে।
অর্থ যত অনর্থের মূল,
আছে তা কথাতে।
(২)
অল্প জলের পুঁটি মাছ,
করে রে ফরফর,
গভীর জলের মাছ যে বেশী
করে না নড়চড়।
(৩)
অন্ধের কাছে কিবা দিন,
কিবা হয় রাত,
ঝলমল করে আলো ,
আঁধার আত্মসাৎ !
(৪)
রতন চেনে রতনেরে ,
কচু চেনে শূয়রে,
চকচক হলে