আর একবার জাগো
হে বাঙ্গালী,
আর একবার নিজেরে নিজে নাও খুঁজি,
আর একবার চাই
জাগরণ।
আর একবার হোক
রেনেসা, রেভ্যুলুশন।
নিজেরে নিজে নাও চিনে,
তুমি বাঙ্গালী, মহাপ্রান,
তোমার পাড়েই থেমে গিয়েছিল
গ্রীসের অভিযান।
তোমার তেজের পেয়েছিল ভয়
গ্রীক বীরের ভয়শুন্য মন,
সেই ভয়েই তার প্রস্থান
মরুদ্যান ব্যাবিলন।
আর একবার জাগো
হে বাঙ্গালী
নিজেরে নিজে