আমার স্বপ্ন কী সত্যি হবে ?
যে স্বপ্ন দেখেছি আমি আলোকিতো দিনে ,
এ স্বপ্নের মানে আমি জানিনা
শুধু জানি ভালবাসি ;
সে ভালবাসার শেষ নেই
যেমন শেষ নেই নদীর……
যেমন শেষ নেই সাগরের……
তেমনী আমার ভালবাসার ও শেষ নেই
এ ভালবাসার কথা জানেনা কেউ আমি বিনে ।।
আমি ভাবি