নিশি ঘুমে-চক্ষু খুলে
স্বপ্নের পসরা দেই মেলে।
স্বপ্নের রঙ্গে স্বপ্ন সাজাই
লাল সবুজ নীলে।
বোরাক চড়ে স্বপ্ন রাজ্যে
এক পলকে বিচরণ,
চন্দ্র-সূর্য;আকাশ-পাতাল
ছুঁয়ে আসে চরণ।
স্বপ্ন রাজ্যের রাজপ্রাসাদের
মন যে কারিগর,
এক নিমেষে গড়ে তুলি
রঙ্গের শহর।
স্বপ্ন রাজ্যে বিধিরীতির
আমি অধিরাজ।
আমার শাসন সারা রাজ্যে
নিরুংকুশ বিরাজ।
খরচাপাতির বালাই নেই
নাহি লাগে শ্রম,
মনের হুকুম মনের তালিম
মন