নিস্কাম প্রেম – সে তো জানি থাকে শুধু কবির কল্পণায়
কামহীন প্রেম কল্পাশ্রয়ী, কাম্য নহে এই নশ্বর দেহ তাই ,
কল্প-রাজ্যে মন অবিনশ্বর সে যে স্বপ্নের এক অলীক যাদু
কল্পাশ্রয়ী প্রেমেতে মজে মতিভ্রম কিছু সংসার ত্যাগী সাধু,
পার্থিব প্রেমে দেহ-মন-কাম সমান্তরালে হেসে খেলে যায়
সোহাগের
Top today